বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে এক আলোচনা সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ওসমান গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ সানা। ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় এসময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল গনি, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক সেক্রেটারী মহিউদ্দিন, সাংবাদিক প্রভাষক শিবপদ সরকার, সাংবাদিক এসএম শরীফসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ব্যবসায়ীগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচন করেন। আংশিক গঠিত এ কমিটিতে সভাপতি (পদাধিকারবলে) ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সহ-সভাপতি আব্দুল মজিদ মোড়ল (বিনা প্রতিদ্ব›দ্বীতায়), সাধারন সম্পাদক মহিউদ্দীন (নির্বাচিত), কোষাধ্যক্ষ শেখ ইয়াহিয়া ছট্টু (বিনা প্রতিদ্ব›দ্বীতায়) নির্বাচিত হন। নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটি আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার মাধ্যমে ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।