শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করলো টাইগাররা কেশবপুর সিবিআর সেন্টারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি ম্যানগ্রোভ সংস্থার শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারকে দুই কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান শ্যামনগর বংশীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী কলারোয়ায় শ্রমিক নেতা মফিজুল ইসলামের ইন্তেকাল নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ

কলারোয়ায় হলুদ চাষে বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় হলুদের বাম্পার ফলনে লাভবান হচ্ছে স্থানীয় চাষিরা। উপজেলার আলাইপুর ও কামারালিসহ বিভিন্ন গ্রামে অনেক চাষি হলুদের বাণিজ্যিক চাষ করে সফল হচ্ছেন। তারা পতিত জমিতে হলুদ চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন। চলতি মৌসুম হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদিত হলুদের ফলনও হয়েছে ভালো। উপজেলার এই এলাকার ভূমি উঁচু থাকায় এই এলাকাগুলোতে, হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, মরিচসহ প্রায় সব ধরনের ফসল উৎপাদিত হয়। কামারালী গ্রামের কৃষকরা গ্রীষ্ম কালীন টমেটো চাষ করে নজর কেড়েছেন সারাদেশে। উপজেলার কামারালী এলাকার চাষি ইউপি সদস্য ডাবলু হোসেন জানান, বিঘা প্রতি সার ও বীজসহ খরচ হয় ২০-৩০ হাজার টাকা। প্রতি মণ কাঁচা হলুদ বিক্রি হয় ১২ শত থেকে ১৮ শত টাকা পর্যন্ত। হলুদ চাষে জৈব সার ব্যবহারে খরচ হয় কম। ফলন ভাল হলে প্রতি বিঘা জমিতে ১০০ মণ পর্যন্ত হলুদ উৎপাদন হয়ে থাকে। এক বিঘা জমিতে ভাল ফলন হলে প্রায় লক্ষাধিক টাকার কাঁচাহলুদ বিক্রি করা যায়। তিনি আরো বলেন এ বছর হলুদ আবাদ করছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। এ বছর তিনি দুই বিঘা জমিতে হলুদ চাষ করেছেন। এরমধ্যে অনেক পতিত জমিও ছিল। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই হলুদ চাষে এগিয়ে এসেছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া বলেন, উপজেলায় এবার বাণিজ্যিকভাবে প্রায় ৮৭ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২৬১০ মেট্রিকটন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তিনি আরও জানান, বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। হলুদ চাষে যেমন ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে তেমনি জাতীয় চাহিদা পূরণ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com