শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তালায় শিশু কিশোর নারীর সচেতনতা সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন আশাশুনির ৩৭ গীর্জায় বড়দিন পালন আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)। পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন ইউনিয়ন জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠান শ্যামনগরে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধারপূর্বক অবমুক্ত শ্যামনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহরুল হায়দার বাবু গ্রেফতার কয়রায় কর্মী সবাবেশে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য দুর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই

খাজা-স্মিথের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: উসমান খাজা ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৩১ ওভারে ৪ উইকেটে ৪৭৫ রান করেছে অসিরা। স্মিথ ১০৪ রানে আউট হলেও ১৯৫ রানে অপরাজিত আছেন খাজা। বৃষ্টির কারণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন খেলা হয় ৪৭ ওভার। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। খাজা ৫৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে স্মিথের সাথে ২০৯ রানের জুটি গড়েন খাজা। এই জুটিতেই সেঞ্চুরি করেন তারা। ৫৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি করেন খাজা। ৯২তম টেস্টে ৩০তম সেঞ্চুরি পূর্ণ করেছেন স্মিথ। এই ইনিংসের মাধ্যমে স্যার ডন ব্র্যাডম্যানের ৫২ টেস্টে ২৯সেঞ্চুরি টপকে গেলেন স্মিথ। সেঞ্চুরির পরই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে আউট হন স্মিথ। ১১টি চার ও ২টি ছক্কায় ১৯২ বলে ১০৪ রান করেন স্মিথ। স্মিথের আউটের পর ট্রাভিস হেডের সাথে ১১২ রানের জুটি গড়েন খাজা। জুটিতে মারমুখী মেজাজে ৫৯ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে আউট হন হেড। ম্যাট রেনশকে নিয়ে দিনের খেলা শেষ করেছেন খাজা। ডাবল-সেঞ্চুরি থেকে ৫ রান দূরে খাজা। ৩৬৮ বল খেলে ১৯টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি ৫৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন পেসার কাগিসো রাবাদা ও মহারাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com