শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তালায় শিশু কিশোর নারীর সচেতনতা সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন আশাশুনির ৩৭ গীর্জায় বড়দিন পালন আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)। পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন ইউনিয়ন জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠান শ্যামনগরে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধারপূর্বক অবমুক্ত শ্যামনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহরুল হায়দার বাবু গ্রেফতার কয়রায় কর্মী সবাবেশে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য দুর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই

বিপিএলের নবম আসরের পূর্ণাঙ্গ সূচি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: সাতটি দলকে নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর। ৪১ দিনে তিনটি ভেন্যুতে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি: ঢাকা পর্ব : ৬ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু- ঢাকা, দুপুর- ২:৩০। ৬ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:১৫। ৭ জানুয়ারি- ঢাকা ডোমিনেটরস-খুলনা টাইগার্স, ভেন্যু -ঢাকা, দুপুর ২:০০। ৭ জানুয়ারি- ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু -ঢাকা, সন্ধ্যা ৭:০০। ৯ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু -ঢাকা, দুপুর ২:০০। ৯ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- খুলনা টাইগার্স, ভেন্যু -ঢাকা, সন্ধ্যা ৭:০০। ১০ জানুয়ারি- ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স, ভেন্যু -ঢাকা, দুপুর ২:০০। ১০ জানুয়ারি- ঢাকা ডোমিনেটরস-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু -ঢাকা, সন্ধ্যা ৭:০০। চট্টগ্রাম পর্ব : ১৩ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ফরচুন বরিশাল, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:৩০। ১৩ জানুয়ারি- খুলনা টাইগার্স- রংপুর রাইডার্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৭:১৫। ১৪ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:০০। ১৪ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা ডোমিনেটরস, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:০০। ১৬ জানুয়ারি- ঢাকা ডোমিনেটরস-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু -চট্টগ্রাম, দুপুর ২:০০। ১৬ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল­া ভিক্টোরিয়ান্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৭:০০। ১৭ জানুয়ারি- খুলনা টাইগার্স- রংপুর রাইডার্স, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:০০। ১৭ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স- সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৭:০০। ১৯ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স- ঢাকা ডোমিনেটরস, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:০০। ১৯ জানুয়ারি- ফরচুন বরিশাল- রংপুর রাইডার্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৭:০০। ২০ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:৩০। ২০ জানুয়ারি- ঢাকা ডোমিনেটরস-ফরচুন বরিশাল, ভেন্যু -চট্টগ্রাম, সন্ধ্যা- ৭:১৫। ঢাকা পর্ব : ২৩ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রাইডার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ২:০০। ২৩ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স-ঢাকা ডোমিনেটরস, ভেন্যু-ঢাকা, সন্ধ্যা- ৭:০০। ২৪ জানুয়ারি- ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু-ঢাকা, দুপুর ২:০০। ২৪ জানুয়ারি- খুলনা টাইগার্স-ঢাকা ডোমিনেটরস, ভেন্যু-ঢাকা, সন্ধ্যা- ৭:০০। সিলেট পর্ব : ২৭ জানুয়ারি- রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু- সিলেট, দুপুর ২:৩০। ২৭ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল, ভেন্যু- সিলেট, সন্ধ্যা- ৭:১৫। ২৮ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স, ভেন্যু- সিলেট, দুপুর ২:০০। ২৮ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু- সিলেট, সন্ধ্যা- ৭:০০। ৩০ জানুয়ারি- রংপুর রাইডার্স- ঢাকা ডোমিনেটরস, ভেন্যু- সিলেট, দুপুর ২:০০। ৩০ জানুয়ারি- খুলনা টাইর্গার্স- সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু- সিলেট, সন্ধ্যা- ৭:০০। ৩১ জানুয়ারি- ঢাকা ডোমিনেটরস- ফরচুন বরিশাল, ভেন্যু- সিলেট, দুপুর ২:০০। ৩১ জানুয়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স- খুলনা টাইগার্স, ভেন্যু- সিলেট, সন্ধ্যা- ৭:০০। ঢাকা পর্ব : ৩ ফেব্র“য়ারি- ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ২:৩০। ৩ ফেব্র“য়ারি- ঢাকা ডোমিনেটরস – রংপুর রাইডার্স, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:১৫। ৪ ফেব্র“য়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- কুমিল­া ভিক্টোরিয়ান্স, ভেন্যু- ঢাকা, দুপুর ২:০০। ৪ ফেব্র“য়ারি- রংপুর রাইডার্স- সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:০০। ৭ ফেব্র“য়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ঢাকা ডোমিনেটরস, ভেন্যু- ঢাকা, দুপুর ২:০০। ৭ ফেব্র“য়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স- ফরচুন বরিশাল, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:০০। ৮ ফেব্র“য়ারি- খুলনা টাইগার্স- সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ২:০০। ৮ ফেব্র“য়ারি- রংপুর রাইডার্স- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:০০। ১০ ফেব্র“য়ারি- কুমিল­া ভিক্টোরিয়ান্স- রংপুর রাইডার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ২:০০। ১০ ফেব্র“য়ারি- ফরচুন বরিশাল- খুলনা টাইগার্স, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:০০। ১২ ফেব্র“য়ারি- এলিমিনেটর, ভেন্যু- ঢাকা, দুপুর ২:০০। ১২ ফেব্র“য়ারি- প্রথম কোয়ালিফাইয়ার, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:০০। ১৪ ফেব্র“য়ারি- দ্বিতীয় কোয়ালিফাইয়ার, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:১৫। ১৬ ফেব্র“য়ারি- ফাইনাল, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৭:১৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com