বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ দক্ষিণ বঙ্গের আলোর দিশারী হাজারো আলেমের ওস্তাদ ওস্তাদুল মোকাররম মরহুম আল­ামা বুরহান উদ্দিনের প্রতিষ্ঠিত দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ,বি,এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে প্রথম বার্ষিক শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত সত্তর বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটিতে এই প্রথম বারের মত শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়। অত্র মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওঃ আবু বকর এর সভাপতিত্বে পুনর্মিলন মেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠান কে আনন্দ উচ্ছাদিত মুখরিত করেন অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব মাওঃ মাকছুদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সভাপতি ও ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগি অধ্যাপক আলহাজ্ব মুহাদ্দিস মাওঃ জি,এম মেহেরুল­াহ, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব কি বি এম ওমর ফারুক চৌধুরী, আহ্বায়ক মাওঃ মুহসিন উদ্দীন, প্রতাপনগর সহ আশপাশের অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান। এছাড়া ইঞ্জিনিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশায় নিয়োজিত অত্র মাদ্রাসার প্রায় তিন শতাধিক প্রাক্তন ছাত্র এ মিলনমেলায় উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটিতে পুরনো দিনের সেই শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য ফিরে আনার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান সমন্বয়কারী মাওঃ জি,এম মেহেরুল­াহ বলেন, আগামীতে আরো বিরহত জাঁকজমকপূর্ণভাবে মিলনমেলা করার পরিকল্পনা রয়েছে। প্রাক্তন ছাত্রদের অর্থায়নে মাদ্রাসায় একটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদানের কথাও ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com