শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

আশাশুনির শ্রীউলায় গণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় ইউপি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ সম্মানিয় অতিথিদের সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্রীউলা ইউনিয়ন বাসীর আয়োজনে মহিষকুড় বিজিএম ফুটবল মাঠে এ গন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শ্রীউলা ইউপি চেয়ারম্যান নূর মুহাম্মদ সরদারের সভাপতিত্বে এসময় সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। খেলাধুলার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে তারাই দৃষ্টান্ত বাংলাদেশ মহিলা ফুটবল টিমের অধিনায়ক সাবিনা খাতুন সাফ জয় করে আমাদেরকে উপহার দিয়েছেন। এভাবে চলতে থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে চলে আসবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামি সংসদ নির্বাচনে আবারও নৌকা-কে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। জেলা মানবাধিকার সংগঠনের সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমের অধিনায়ক ও শ্রীউলা ইউনিয়নের কৃতি সন্তান সাবিনা খাতুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, পল­ী বিদ্যুতের আশাশুনি সাব জোনাল অফিসের ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ শ্রীউলা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নিজ গ্রামের অভিভাবকদের উদ্দেশ্যে সংবর্ধিত অতিথি ফুটবলার সাবিনা খাতুন বলেন, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিন দেখবেন একাধিক সাবিনা তৈরী হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরা-০৩ আসনের মানুষ সৌভাগ্যবান কারন তার একটানা ৩বার অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের মত একজন গুনী ব্যক্তিকে সংসদ সদস্য পেয়েছেন। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী সরকারের বিকল্প নেই। সংবর্ধনা ও আলোচনা শেষে সন্ধ্যায় দেশের স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com