স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ভেজাল মধু প্রস্তুত করার ১ কারিগরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাদা প্রাপ্ত শাহজাহান গাজী শ্যামনগর উপজেলার বাসিন্দা। জানা গেছে, শ্যামনগর উপজেলার বাসিন্দা আব্দুল বারীর পুত্র মোহাম্মদ নুর আলম মুকুল শহরের সুলতানপুর এলাকায় পিএন ব্যায়াম ল্যাবরেটরি স্কুলের সামনে বাসা ভাড়া নেন। ওই বাসায় চিনি কেমিক্যাল ও রং মিশিয়ে করে ভেজাল মধু তৈরি করে। পরবর্তীতে ওই মধু ঔষধ কোম্পানি ও কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল বেলা সাড়ে ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শাহানাজ তানভীর, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সহ পুলিশের একটি টিম ওই বাসায় ভেজাল বিরোধী অভিযান চালায়। এ সময় ভেজাল মধু তৈরীর কারিগর শাজাহানকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে মালিক বকুলকে আটক করা সম্ভব হয়নি। একই সাথে কারখানা থেকে ১০ মন ভেজাল মধু জব্দ করা হয়।