বিশেষ প্রতিনিধি \ কালীগঞ্জ উপজেলার রতনপুরে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য অংশুমান বর্মন মৃত্যুবরণ করেছেন। তিনি ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৃত অনিল বর্মন এর পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাত ১২টায় নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান জানাতে তার মৃতদেহ জাতীয় পতাকার দিয়ে ঢেকে দেওয়া হয় এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাতে মঙ্গলবার বেলা ১২ টায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা এশার আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে বিকাল ৩ টায় সেনাবাহিনীর পক্ষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা জানানো শেষে তার নিজ এলাকার মহাশ্মশানে মৃতদেহ দাহ করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।