বুধহাটা প্রতিনিধি \ আশাশুনির বুধহাটায় (সাব জোন) শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (আন্তঃস্কুল-মাদ্রাসা)- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল ম্যাচ বালক পর্যায়ে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা দল নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আম্পায়ার ছিলেন সেলিম রেজা ও ইমরান হোসেন। একই দিনে ভলিবল (বালক) গ্র“পে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গেমের ব্যবধানে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন (বালক) গ্র“পে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ২-০ সেটে গুনাকরকাটি কামিল মাদ্রাসা দলকে পরাজিত করে বুধহাটা সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন (বালিকা) গ্র“পে বুধহাটা বিএমএম কলেজিয়েট স্কুল দল ২-০ সেটে বুধহাটা এনএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।