তৃণমূল পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে দু’দিন ব্যাপী সাহিত্যমেলা ও সাংস্কৃতিক উৎসব আগামী ১১ ও ১২ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী, অনুষ্ঠিত হবে। মেলার ১ম দিন ১১ জানুয়ারি সকাল ৯ টায় র্যালী ও সাড়ে ৯টায় উদ্বোধন হবে। মেলায় অন্যান্য কর্মসূচীর মধ্যে স্থানীয় সাহিত্যিকদের সাহিত্যকর্ম যেমন-প্রবন্ধ, কথা সাহিত্য, নাটক, ছড়া ও কবিতা উপস্থাপন, আলোচনা, লেখক কর্মশালা অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি শেষ দিনে বেলা আড়াইটায় স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন, থেকে ২ দিন ব্যাপী এ সাহিত্যমেলা ও সাংস্কৃতিক উৎসবে সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি