শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

কৈখালীতে লবন পানি উত্তোলন বন্দের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালীতে লবন পানি উত্তোলন বন্দের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় কৈখালী ইউনিয়নবাসীর আয়োজনে বোশখালী প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মাদ আলী কাগুচীর বাড়ী সংলগ্ন এলাকায় মানব বন্ধনে ইউনিয়নের বোশখালী ও জয়াখালী গ্রামে লবন পানি উত্তোলন করে ধান্য ফসল, বসত বাড়ীর গাছগাছালি, মিষ্টি পানির পুকুর নষ্ট করায় এলাকাবাসীর পক্ষে মাবন বন্ধনে মোঃ শাহিন আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সোমশের আলী, মোঃ আকতার হোসেন, মোঃ আব্দুল কাদের, মোঃ আমিনুর রহমান, আঃ রহিম গাজী, ইউসুপ আলী শেখ, তাহজদ আলী, মোঃ সোহরাব হোসেন, আঃ গফ্ফার শেখ, আঃ খলিল শেখ, হোসেন আলী, আব্দুল হাই, আব্দুল মজিদ কাগুচী, মোঃ নূরুজ্জামান, আবুল কালাম, নূর হোসেন জীবন, আঃ আলিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাহেবখালী গ্রামের মৃত গোলাম গাজীর পুত্র আলমগীর, অছির উদ্দীন শেখের পুত্র মোজারুল ইসলাম, রাশিদুল ইসলাম খোকন, বোশখালী গ্রামের ময়নদ্দীন গাজীর পুত্র সিদ্দিক গাজী, বোশখালী বিজিবি সড়কের মেইন সড়কের রাস্তা কেটে পাইপ বসিয়ে লবন পানি উত্তোলন করছে। যার ফলে শতাধিক বিঘা জমির ধান্য ফসল নষ্ট হওয়াসহ বসত বাড়ীর গাছগাছালি, মিষ্টি পানির পুকুর নষ্ট হয়েছে। তারা লবন পানি বন্দের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com