পাটকেলঘাটা প্রতিনিধি \ অগ্রগতি যুব সংঘের আয়োজনে গতকাল বিকাল ৫ টায় বড়বিলা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। বড়বিলা পশ্চিম পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের সভাপতিত্বে ও অগ্রগতি যুব সংঘের সাধারণ সম্পাদক আল-আমিন গাজীর পরিচালনায় খুলনা থেকে আগত প্রধান বক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান তুফানি বয়ান পেশ করেন। দ্বিতীয় বক্তা পাটকেলঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈন উদ্দিন বুখারী। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বড়বিলা অগ্রগতি যুব সংঘের সভাপতি সাংবাদিক খান হামীদুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মেম্বার আজিবার রহমান। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিগণ উপস্থিত ছিলেন।