বিশেষ প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বিদ্যুৎ লাইনের সংযোগ ঠিক করতে গিয়ে ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল (৩৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ড চম্পাখালী গ্রামের এবারই নির্বাচিত প্রথম ইউপি সদস্য সদা হাস্যোজ্জল ও মানুষের সাথে মিলমিশে থাকা ব্যক্তি চন্দ্র কান্ত মন্ডল এর বাড়ির পাশে মিষ্টি পানির (ডিপ টিউবওয়েল) মিশ্র চাষের ঘের আছে। ধান কাটা শেষ হয়ে যাওয়ায় সেখানে নতুন চাষাবাদের জন্য মটর চালানোর লক্ষ্যে পুরনো সংযোগের তার ঠিক করছিলেন তিনি। ধারনা করা হচ্ছে তার লুজ থাকায় তিনি বিদ্যুতায়িত হলে তার পুত্র দ্রুত ছুটে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলেও ততক্ষণে নিস্তেজ হয়ে যান। তাকে সাথে সাথে এম্বুলেন্সযোগে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দুর্ভাগ্যজনক ভাবে ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডলের মৃত্যুর ঘটনায় আমরা হতভাগ হয়ে গেছি। মৃত মেম্বারের স্ত্রী ও ২ পুত্র রয়েছে বলে জানাগেছে।