কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলার পাইলট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে এস এস সি ২০২২ইং পরীক্ষায় বোর্ড বৃত্তি পেয়েছে ৬ জন। একই সাথে উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে বোর্ড বৃত্তি পেয়েছে ৩ জন। কালিগঞ্জ পাইলট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আওছাফুর জামান দৈনিক দৃষ্টিপাতকে জানান ২০২২ইং এস এস সি পরীক্ষায় উত্তির্নদের মধ্যে বোর্ড বৃত্তি প্রাপ্তরা হলো মানবিক বিভাগ হতে ট্যালেন্টপুল গ্রেডে বি এম রোকনুজ্জামান, সাধারন গ্রেডে মারুফবিলাহ্, ইশিকা সাহা, প্রনতি সাহা, তুর্য্য ঘোষ ও মহিমাতুজ জোহরা, পক্ষান্তরে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে বৃত্তি প্রাপ্তরা হলো ট্যালেন্টপুল গ্রেডে মানবিক হতে বিজয় কুমার ঘোষ, সঞ্চিতা মলিক ও সাধারন গ্রেডে শারমিন নাহার পিংকি। তাদের এ সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব ঘোষ সহ সকল সহকারী শিক্ষক মন্ডলী। উক্ত বিষায়টি স্ব স্ব বিদ্যালয়ের কর্তৃপক্ষ নিশ্চিত করেন।