বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল ১০ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরবর্তীতে বিকাল ৪ টায় উপজেলা পরিষদ এর অভ্যন্তরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্থাপক অর্পণ করা হয় এবং উপজেলা পরিষদ হল রুম উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আ’লীগ সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা (বাংলা), সহকারী অধ্যাপক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাংবাদিক আলহাজ্জ জি এম আকবর কবীর সহ ১২ টি ইউনিয়ন আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ। সভায় বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রান প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে মাঠে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দল বেঁচে থাকবে, বাংলাদেশ উন্নতি করতে পারবে, শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।জামায়াত ও বিএনপি যেনো এলাকায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সতর্ক থাকার আহবান জানান।