মীর আবু বকর \ সাতক্ষীরায় বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহীন পরিবারের জন্য নবনির্মিত ঘরের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক। গতকাল বেলা ১২ টায় সদর উপজেলার ধূলিহর চাঁদপুর নবনির্মিত আশ্রয় প্রকল্পের ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় ঘুরে ঘুরে কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ইতিমধ্যে পালিত হয়েছে। জাতির পিতার জন্মবার্ষিকী স্মরণীয় রাখতে সারাদেশ গৃহহীন ভূমিহীনদের জন্য বাঁশ গৃহ উপহার দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সাতক্ষীরা জেলায় প্রথম ও দ্বিতীয় দফায় নির্মিত ঘরের দলিল আশ্রয়হীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সঠিক নিয়ম মেনে ঘরগুলো তৈরি করা হচ্ছে। যে ঘরগুলি নির্মাণ চলমান রয়েছে পূর্বের ন্যায় প্রয়োজনীয় সামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। আশ্রম প্রকল্পের ঘরের অনিমের অভিযোগ উঠলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে ভালো রাখতে চাই। সেই লক্ষ্যে দেশের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, ধূলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।