স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫শত গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কলারোয়া বাকসা গ্রামের আকবার আলীর পুত্র আব্দুল আজিজ নিকারী (৩২) ও কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের আসাদুর রহমানের পুত্র আজিম হোসেন (২২)। ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদরের লাবসা দরগা এলাকায় অভিযান চালিয়ে ৫শত গ্রাম গাজা সহ আকবার কে আটক করে। অপরদিকে কালিগঞ্জ আজিজের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল সহ আটক করে। উভয় আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা পুর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা ডিবি পুলিশের ওসি মো: বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।