বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা (শীতকালীন)-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় আশাশুনি অফিসার্স ক্লাব ব্যাডমিন্ট কোর্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আশাশুনির আয়োজনে পুরুষ গ্র“পের (দ্বৈত) ১ম সেমি ফাইনালে আশাশুনি ইউনিয়ন দল ও বড়দল ইউনিয়ন দল অংশ নিয়ে বড়দল বিজয় লাভ করে। ২য় সেমিতে বুধহাটা ইউনিয়ন ও দরগাহপুর ইউনিয়ন দল অংশ নেয় এবং দরগাহপুর দল জয়লাভ করে। এরপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দরগাহপুর ইউনিয়ন দল ২-০ গেমের ব্যবধানে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সিফাত ও রানার আপ দলের সুমন। একই মাঠে নারী গ্র“পে আশাশুনি সদর ইউনিয়নের তানহা বিনতে আযাদ (নেহা) ও জান্নাতুন নেছা দল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইদুল ইসলাম, আরওডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।