শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

শিশুর গুঁড়া দুধের ব্যবস্থা করলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় মা হারানো শিশুর গুঁড়া দুধের ব্যবস্থা করা হয়েছে। গতকাল ১১জানুয়ারী বুধবার দুপুর ১টায় উপজেলার ঈশ্বরীপুর ধূমঘাট গ্রামের মা হারানো ৯ মাসের শিশু শুভশ্রীর জন্য গুঁড়া দুধ উপহার প্রদান করা হয়। ঘটনা সুত্রে জানা যায়, এখান থেকে ৪ মাস আগে শুভশ্রীর মা পুকুরে ডুবে মারা যায়। শুভশ্রীর মা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অভাবের সংসারে দিনমজুর বাবা জয়ন্ত কুমার মন্ডল তার বাচ্চার জন্য গুঁড়া দুধ ক্রয় করতে পারছিলেন না। এমনটি নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুনকে ফোন করে জানান ঐ এলাকার শিক্ষক সুশান্ত মন্ডল। শিক্ষক সুশান্ত মন্ডল ফেসবুকে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জমজ শিশু হাসান হোসাইন এর মাঝে দুধ উপহার দেওয়া দেখে ফোন দিয়েছিলেন বলে জানান। এই অসহায়ত্বের কথা শোনামাত্র নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মা হারানো শিশু শুভশ্রীর বাড়িতে ১১প্যাকেট +৪কৌটা গুঁড়া দুধ, শীতের পোশাক, কম্বল, ফিডার প্রধান অতিথি হিসেবে শুভশ্রীর পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। এ সময় তিনি বলেন, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন পরিশ্রম করে এই মহতি উদ্যোগ গ্রহণ করে অসহায় মা হারানো শিশু শুভশ্রীর পাশে এসে দাঁড়িয়েছে। শ্যামনগর বাসীর পক্ষ থেকে অত্র ফাউন্ডেশনের কর্মকর্তা এবং সকল সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আগামীতে যেন এই মহতী উদ্যোগে অসহায়ত্বের পাশে থাকতে পারে এজন্য তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। সকলেই মানবতার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এসময় উপস্থিত ছিলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন, শিক্ষক সুশান্ত মন্ডল, মোঃ ফরিদুর রহমান, সদস্য শুভ সাহা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com