এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপসচিব মোছাম্মৎ জোহরা খাতুন। গতকাল ১১জানুয়ারি বেলা ১১টায় তিনি জেলা সরকারি গণগ্রন্থাগার এর কার্যালয়ে পৌঁছালে গণগ্রন্থাগারের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন লাইব্রেরীর প্রতিনিধিবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এসময় তিনি গণগ্রন্থাগার কার্যালয় ঘুরে পরিদর্শন করেন এবং আগত গণগ্রন্থাগারের পাঠকদের সাথে বিভিন্ন বিষয়ক খোঁজখবর নেন ও মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম দেখে খুবই সন্তুষ্ট প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ গোফরান, জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারি লাইব্রেরিয়ান মোঃ জিয়ারুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, গণগ্রন্থাগারের টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোঃ নজরুল ইসলাম, লাইব্রেরি এ্যাসিসটেন্ট কিনারাম কুমার, অফিস সহায়ক মোঃ মোবাশ্বের হোসেন, পরিচ্ছন্ন কর্মী মোঃ সাকিবুল হাসান, শ্যামনগর জাগরণ পাঠশালার সভাপতি শেখ ফারুক হোসেন, নূরনগর পাবলিক লাইব্রেরির প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন সহ জেলা সরকারি গণগ্রন্থাগার এর কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন গণগ্রন্থাগার অনুদান প্রাপ্ত ১৩টি লাইব্রেরীর প্রতিনিধিবৃন্দ।