স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার কলারোয়া কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নবনির্বাচিত ৬ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নব নির্বাচিত চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করান। একে একে শপথ গ্রহণ করেন, কলারোয়া করালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী গাজী, কালিগঞ্জ কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাদিয়া পারভীন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. এসএম জহুরুল হায়দার বাবু ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী। এসময় জেলা প্রশাসক নবাগত চেয়ারম্যানদের সততা নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আকতার হোসেন, এসময় চেয়ারম্যানদের সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করেন।