দেবহাটা অফিস \ দেবহাটার নাংলায় নোঙর ফাউন্ডেশনের আয়োজনে গতকাল হত দরিদ্র, দুস্থ, অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক নোঙর ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গনে, নাংলা বাজারে বিতরনকালে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদেরের পরিচালনায় ও উপদেষ্টা প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা, এলাকাবাসি নোঙর ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান, অসহায়, দুস্থ, হতদরিদ্ররা শীত বস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন।