স্টাফ রিপোর্টার ঃ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়ের সরদারের বড় ভাবী ও হোমিও চিকিৎসক মোঃ শাহ আলমের মাতা মোছাঃ হাসিনা বেগম আর নেই। তিনি গতকাল বিকাল ৪টায় ব্রেইন স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে নিজস্ব বাসভবন সদরের গাভায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৫ পুত্র, ২ কন্যা, পৌত্র, পৌত্রী, নাতি, নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গাভা এলাকার বাসিন্দা মরহুমা হাসিনা বেগমের জানাযার নামাজ আজ জোহর বাদ গাভা দক্ষিন পাড়া চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারীক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।