মীর আবু বকর \ সাতক্ষীরায় দারিদ্র বিমোচনে দুস্থ অসহায় নারীদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিসেন্টের সহায়তায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে গতকাল বিকেলে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন ক্রিসেন্ট এনজিওর প্রধান কার্যালয়ে ক্রিসেন্টের নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় নারীদের মাঝে গাভী বিতরণ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এসময় তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা দীর্ঘ দিন দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা। ক্রিসেন্ট সংস্থা সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলায় মানুষের সেনিটেসন ব্যবস্থার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অসহায় দারিদ্র নারীদের স্বাবলম্বী করতে গাভী বিতরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। এর মাধ্যমে হয়তো তারা একদিন স্বাবলম্বী হতে পারবে। এমন মহৎ উদ্যোগের জন্য ক্রিসেন্ট উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা অফিসার সহিদুর রহমান,শহর সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির সাধাঃ সম্পাদক ও ক্রিসেন্ট সংস্থার সাবেক সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন,ক্রিসেন্ট সংস্থার সাবেক সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, উপজেলা তথ্য আপা মোছাঃ হিরা খাতুন। এসময় দুস্থ অসহায় ৬ টি পরিবারের সদস্যদের গাভী বিতরণ সহ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিসেন্টের সদস্য মুছা করিম।