স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় আলোচনা সভা বর্ণাঢ্য র্যালী, বেলুন ও ফেস্টুন উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ উদ্বোধন হয়েছে। সংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়ণে ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মনের খোরাক যোগায়। বাঙালী জাতীয় জীবনে সাহিত্য ও সাংস্কৃতি অনন্যস্থান দখল করে আছে। মেলার মাধ্যমে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ফুটিয়ে তুলতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের ভূমিকা প্রশংসনীয়। তৎকালীন সময় কবি সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে বাঙালীরা সকল আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছিল। সাহিত্য সাংস্কৃতিক মেলার মাধ্যমে নতুন প্রতিভাবন সাহিত্যিক গড়ে উঠবে। স্বাধীনতা যুদ্ধের সময়ে ঘটে যাওয়া দুর্বিষহ চিত্র সাহিত্য ও সাংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে হবে। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব জোহরা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউলাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট, সাবেক প্রফেসর আবু নছর, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম। এ পূর্বে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে মিলিত হন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলার সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রেমীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধাঃ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।