শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রত্যেকটি মৃত্যু আমাদের শিক্ষা দেয় -শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, প্রত্যেকটি মৃত্যু আমাদের শিক্ষা দেয়। মৃত্যুর শীতল স্পর্শ সবাইকে গ্রহন করতে হবে। সব সময় শান্তির জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে হবে, মঙ্গলবার বেলা ১১:৩০ মিনিটে জেলা জজ আদালতের এজলাস কক্ষে প্রয়াত আইনজীবী মোঃ ফজলুল হক এর স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল সহ জজশীপ ও ম্যাজিষ্ট্রেসির সকল বিচারক। শোক সভাঢ বক্তব্য রাখেন, পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, এড. মোঃ আবুল হোসেন, এড. মোঃ গোলাম মোস্তফা, এড. এসএম হায়দার, এড. মোঃ আব্দুল মজিদ, এড. মোঃ আজহারুল ইসলাম আজহার, এড. বাসারাতুল−াহ আওরঙ্গী বাবলা, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. মোঃ আব্দুস সামাদ (৪), এড. মোঃ সাইদুর রহমান সাইদ প্রমূখ। শোকসভা জেলা আইনজীবী সমিতির তিনটি পক্ষ সঞ্চালনের দাবি করায় জটিলতা সৃষ্টি হওয়ায় অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে সকলকে শান্ত করেন এবং তিনি নিজেই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি যখন সঞ্চালনা ও সভাপতির বক্তব্য রাখছিলেন তখন এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় এবং পিনপতন নীরবতা বিরাজ করছিল। শোকসভায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরার সহকারী জজ জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com