শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

কলারোয়ায় ১০০ মনের বেশী ভেজাল মধু জব্দ \ মধু উৎপাদনকারীকে তিন লাখ টাকা জরিমানা ও কারাদন্ড প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধু তৈরীর কারখানায় অভিযানে ১০০ মনের উপর ভেজাল মধু জব্দসহ কামাল হোসেন (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ভেজাল মধু তৈরীর সরঞ্জম গ্রাস সিলিন্ডার, চুলা, খালি ড্রাম,ফিটকিরির গুড়া, গ্লিসারিন, ফ্লেবারের বোতল ও ডিজিটাল স্কেল উদ্ধারসহ জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজারের পাশ্ববর্তী এলাকায় প্রতিষ্ঠিত ওই কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরার যৌথ অভিযানে এসব ভেজাল মধু ও ভেজাল মধু তৈরীর সরঞ্জমসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভেজাল মধু উৎপাদন,মজুদ ও বিপনন’র অপরাধে তাকে তিন লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। কারাদন্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী জেলার শ্যামনগর উপজেলার দক্ষিন কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কলারোয়া উপজেলার সিংগা বাজার সংলগ্ন একটি জায়গায় ভেজাল মধু উৎপাদনের কারখানা রয়েছে। পরে তাদের নেতৃত্বে ওই স্থানে যৌথ অভিযান চালিয়ে ভেজল মধু উৎপাদনকারী কামাল হোসেনকে হাতেনাতে আটক করেন এবং একই সাথে ১০০ মনেরও বেশী ভেজাল মধু জব্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমান ও ১ বছরের সাজা দেওয়া হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com