বিশেষ প্রতিনিধি/শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্ণিঝড়ে প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহিষকুড় বিজিএম ফুটবল মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিপিপি স্বেচ্ছাসেবকরা শিক্ষণীয় ও উদ্বুদ্ধকরণ মহড়া প্রদর্শন করেন। শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিপিপি খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ। সিপিপি উপজেলা টীম লিডার আঃ জলিল ও ইউনিয়ন টিম লিডার হাসান উলাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, প্রধান শিক্ষক সুব্রত সরকার, বিজিএম ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বাবলু, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন লাকি, মহিষকুড় মৎস্য সেটের স্বত্ত¡াধিকারী আরিফুল ইসলাম মোল্যা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুকুল হোসেন, আ’লীগ নেতা মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ ও মনমুগ্ধকর সচেতনতা ও শিক্ষণীয় মহড়া এলাকার শত শত মানুষকে ঘুর্ণিঝড়ের সময় পূর্ব প্রস্তুতি, ঘুর্ণিজড়কালীন ও পরবর্তী করনীয়তা সম্পর্কে প্রয়োজনীয় ধারনা প্রদান করা হয়।