বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম রেজা সেলিম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বালক বালিকা ও বড়, মধ্যম ও ছোট গ্র“পে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, যোগাযোগ লাফ, উচ্চ লাফ, সাইক্লিং, দড়ি লাফ, ক্রিকেট খেলা, ভলিবল, ব্যাডমিন্ট খেলায় ১ম স্থান/চ্যাম্পিয়ন, ২য় স্থান/রানার আপ ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।