এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির বাৎসরিক ২০২৩ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু মুরাল চত্বরে জনপ্রিতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক এসএম কবীর উদ্দিন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ডাঃ প্রফেসর মোঃ নুরুল আফসার, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ দবির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মোঃ আকবর হোসেন, ডাঃ মোঃ লোকমান আহমেদ, ডাঃ মোঃ গোলাম সারোয়ার, ডাঃ মোঃ আব্দুল মজিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন ও ডাঃ মোঃ আবু কাওসার।