দেবহাটা অফিস \ দেবহাটার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান ফেয়ার মিশনের ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। আলোচিত ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করতে ইতিমধ্যে দর্শকদের ও প্রস্তুতির শেষ নেই। আজকের ফাইনাল খেলায় মুখোমুুখি হবে কামটা মিতালী সংঘ ও টিকেট ফুটবল একাদশ। আলোকিত আয়োজনের ফাইনাল খেলার প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন দেবহাটা উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আ’লীগ উপজেলা সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সখিপুর চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান ও উপদেষ্টা সাইফুল ইসলাম, বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, উপদেষ্টা আবু হাসান, সভাপতিত্ব করবেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীন।