সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

রোববার আসছে নতুন মুদ্রানীতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এফএফএন: বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে আসছে নতুন মুদ্রানীতি। বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতে সৃষ্ট মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানার চ্যালেঞ্জ নিয়ে চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রকাশিত হতে যাচ্ছে। আগামী রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ মুদ্রানীতি ঘোষণা করবেন। করোনা মহামারির মধ্যে অনলাইনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। আগে প্রতি বছর দুই বার মুদ্রানীতি ঘোষণার রেওয়াজ থাকলেও তা ভেঙে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা শুরু করেছিলেন সাবেক গর্বনর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংক জানায়, এবার আবারও বছরে দুই বার মুদ্রানীতি ঘোষণার লক্ষ্য দিয়ে চলতি অর্থ বছরের দ্তিীয়ার্ধের মুদ্রানীতি রোববার ঘোষণা করা হবে। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর, বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত থাকবেন। চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি যখন ঘোষণা করা হবে তখন অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকবে; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-উদ্ভূত বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে দেশে উচ্চ মূল্যস্ফীতি থাকবে। আশঙ্কা থাকবে খাদ্য সংকটের। নতুন মুদ্রানীতিতে এসব বহুমুখী চ্যালেঞ্জ সামাল দেওয়ার উদ্যোগ থাকবে। কর্মপরিকল্পনা থাকবে তারল্য পরিস্থিতি সামাল দেওয়ার। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ঘোষিত হবে আর্থিক খাতের সামনের ছয় মাসের পথনকশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com