স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে কুশখালী মাঝেরপাড়া থেকে তাকে আটক করে। আটক সদরের কুশখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, কুশখালী এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রস্তুতি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাঝেরপাড়া থেকে ২ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আসামী সাব্বির হোসেন কে আটক করে। উদ্ধার কৃত গাঁজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। আটকৃত আসামীর বিরুদ্ধে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।