শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পেরুতে ১২০০ বছর আগে বলি দেওয়া দেহাবশেষের সন্ধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : পেরুতে ৮০০ থেকে ১ হাজার ২০০ বছর আগে বলিদান করা ৮টি শিশুর ও ১২টি প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহাবশেষের সন্ধান পেয়েছেন দেশটির প্রতœতাত্তি¡করা। দেশটির লিমার পূর্বে প্রাক-ইনকান কাজামারকুইলা কমপ্লেক্সে একটি বড় খনন কাজ পরিচালনার পর গত মঙ্গলবার এ তথ্য জানান তারা। খবর এনডিটিভি। দেহাবশেষগুলো একটি ভ‚গর্ভস্থ সমাধির বাইরে ছিল। যেখানে গত নভেম্বরে একটি প্রাচীন মমি খুঁজে পেয়েছিল পেরুর সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। যা ভ্রƒণের মতো করে ভিআইপি দড়ি দিয়ে আবদ্ধ করা হয় বলে মনে করা হয়েছিল। প্রতœতাত্তি¡ক পিটার ভ্যান ডালেন বলেন, মৃতদেহগুলোর কিছু মমি করা এবং অন্যান্যের কঙ্কালগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতি অনুযায়ী কাপড়ের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল। সম্ভবত এসব দেহগুলো মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘মৃত্যুর পরও জীবনের বিশ্বাসী ছিল ওই জনগোষ্ঠীর মানুষরা। পৃথিবীর ন্যায় একটি বিশ্বে মৃতরা বাস করে বলে ধারণা করতেন তারা। মৃত ব্যক্তিদের আত্মা জীবিতদের রক্ষাকারী বলে বিশ্বাস ছিল তাদের।’ভ্যান ডালেন আরও বলেন, ‘এই কবরের সঙ্গে ১৭০০ সালের শাসক সিপানের সমাধির মিল পাওয়া যায়। তার সমাধি থেকে শিশু ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের দেহাবশেষ পাওয়া যায়। শাসককে উৎসর্গ করে তাদের কবর দেওয়া হয়েছিল।’ পেরু হলো শত শত প্রতœতাত্তি¡ক নির্দশন ও সংস্কৃতির আবাসস্থল। যা ইনকা সা¤্রাজ্যের আগে এবং পরে গড়ে ওঠে। এটি ৫০০ বছর আগে দক্ষিণ ইকুয়েডর এবং কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত মহাদেশের দক্ষিণ অংশে তাদের আধিপত্য বিস্তার করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com