শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

শ্যামনগরে মটর সাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে বেপরোয়া গতির মটর সাইকেলের ধাক্কায় মুনসুর সানা (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১৪ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নওয়াবেঁকী চৌরাস্তায় ঘটনাটি ঘটে। নিহত মুনসুর সানা আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের মৃত মজু সানার পুত্র। নিহতের নাতি ইমরান হোসেন জানায়, নওয়াবেঁকী চৌরাস্তায় ব্যাটারীসহ ইজি বাইকের সরঞ্জামাদীর ব্যবসা রয়েছে মুনসুর সানার। বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চৌরাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা মটর সাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানাস্তর করলেও পথিমধ্যে তার মৃত্যু হয়। একই এলাকার আব্দুস সবুর ঢালীর পুত্র ১৫ বছর বয়সী সজিব তার অপর এক বন্ধুর সাথে পাল­া দিয়ে মটর সাইকেল চালাচ্ছিল। দুর্ঘটনার পর সে ব্যবহৃত মটর সাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নানার মৃত্যুর ঘটনায় মটর সাইকেল চালক তরুনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, নিহতের পরিবার দুর্ঘটনার বিষয়ে পুলিশের কাছে অদ্যবধি কোন অভিযোগ করেনি। তারা মামলা করতে চাইলে নিহতের পরিবারকে আইনগত সহায়তা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com