এস এম জাকির হোসেন \ কালিগঞ্জ উপজেলার রতনপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান এম আহমেদ আলী এর স্মরণে আহমেদ চেয়ারম্যান ফুটবল কাপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “মাদক ছাড়ো, খেলা করো” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ১৪ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় ঐতিহ্যবাহী রতনপুর ফুটবল মাঠে জনপ্রিতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রিতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও ক্রীড়া প্রেমী অর্ধলক্ষাধিক দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে উক্ত খেলায় সিলেট হবিগঞ্জ জেলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম রতনপুর আহমেদ চেয়ারম্যান ফুটবল একাদশের দেশ-বিদেশের জাতীয় দলের খেলোয়ারদের সমন্বয়ে এক প্রীতি ফুটবল ম্যাচে দৃষ্টিনন্দন খেলায় ১-১ গোলে শেষ হয়। উক্ত খেলায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার ছায়েদুল হক সুমন। রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বেলুন উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন ও ও উভয় দলকে পুরস্কার বিতরণ করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, জেলা আ’লীগের উপদেষ্টা মাসুদা খানম মৃধা, দপ্তর সম্পাদক মোঃ হারুনুর রশিদ, শ্যামনগর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, কালিগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশিদ, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান এ্যাডাঃ এসএম জহুর হায়দার বাবু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন প্রমুখ। খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু।