স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মরহুম আনিসুর রহিমের স্মরনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রস্তুতি সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, এড. আজহারুল ইসলাম, এড. আজাদ হোসেন বেলাল, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী। বক্তারা বলেন, আনিসুর রহিম শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ সকল ক্ষেত্রে তার বিচরন ছিল প্রশংসনীয়। তার স্মরন সভাটি আগামী ১৮ই ফেব্র“য়ারী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। স্মরন সভাটি সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোবাশেরুল হক জ্যোতি, সাবেক অধ্যাপক পবিত্র মোহন দাশ, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান, ডা: সুব্রত ঘোষ, কবি পল্টু বাসার, সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, আদিত্য মলিক, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সাংবাদিক আব্দুল বারী, আবুল কাশেম, শামীম পারভেজ, শরিফুলাহ কায়সার সুমন, আব্দুস সামাদ, মহিউদ্দীন হাসেমী তপু, এড. মনিরুদ্দীন, অধ্যাপক ইদ্রিস আলী, আলীনূর খান বাবলু, রোজ বাবু, আব্দুস সাত্তার, আবুল হোসেন, রবিউল ইসলাম, জ্যোস্না দত্ত, রেবেকা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ।