এফএনএস: যশোরের অভয়নগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার ভৈরব সেতু সংলগ্ন শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামে সাহারা গ্র“পের সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি মেম্বার আবদুলাহ আল মামুন জানান, সাহারা গ্র“পের সরিষাক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।