সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরা হয়ে মুন্সিগঞ্জ যাবে রেল চলছে দাতা খোঁজা- রেলমন্ত্রী \ দোহাজারী-কক্সবাজার চালু হবে ২০২৪ সালে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

ঢাকা ব্যুরো \ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে সাতক্ষীরা জেলায় কোন রেলপথ নেই। তবে জনগণকে স্বল্পখরচে ও নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবহন সেবা দেবার জন্য প্রধানমন্ত্রী নির্দেশে দিয়েছেন, সব জেলাকে রেলনেটওয়ার্কে সংযুক্ত করার। সে লক্ষ্যে সাতক্ষীরা জেলায় রেলপথ সম্প্রসারণের জন্য নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত রেলওয়ে লাইন নির্মানের সম্ভাবতা সমীক্ষা প্রকল্প শেষ হয়েছে। ‘নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মান’ এবং সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেল ণাইন নির্মান’ প্রকল্প দুটির পিডিপিপি প্রণয়ন করা হয়েছে। যা পরিকল্পণা মন্ত্রী ইতিমধ্যে নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন। প্রকল্প দুটির অর্থায়ন অনুসন্ধঅনের জন্য পিডিপিপি দুটি ইআরডিতে পাঠান হয়েছে, তারা অর্থায়নের জন্য দ্বাতা সংস্থার খোঁজ নিচ্ছেন। বৈদেশিক অর্থায়ন পাওয়ার নিশ্চয়তা সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের পরবর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে রেলমন্ত্রী জানান। রবিবার (১৫ জানুয়ারি) এমপি মীর মোস্তাক আহমেদ রবির এক লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান। এমপি পনির উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েতে নতুন ট্রেন চালু করার জন্য বড় বাঁধা ছিল বেশিরভাগ রেলপথে ডাবল লাইন না থাকা। তবে বর্তমান সরকার এবিষয়টি গুরুত্ব দেবার বেশ কয়েকটি রেলপথ ডাবল লাইন করা হয়েছে। এর ফলে বেশ কিছু নতুন ট্রেন চালু করা সম্ভব হয়েছে। এমপি মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম রেলওয়ে ডাবল লাইনে উন্নীত করার কাজ প্রায় শেষের দিকে। আবার চট্রগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার জন্য দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমার সীমান্তের নিকট গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডাবল গেজ ট্রাক নির্মান শীর্ষক প্রকল্প-এর কাজ চলমান রয়েছে। যার অগ্রগতি ৭৮ শতাংশ। ২০২৪ সাল নাগাদ এ প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেলমন্ত্রী। এসময় তিনি রেলওয়ের জন্য ইঞ্জিন, কোচ ইত্যাদি আমদানীর তথ্য তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com