স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় চিংড়ি মাছে জেলী পুশ বিরোধী অভিযান ১ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভাবে অভিযান পরিচালনা করে। জানা গেছে, শহরের ফুড অফিস মোড় এলাকায় অবস্থিত একটি চিংড়ি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় দীর্ঘদিন চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে মাছে পুশ অবস্থায় ব্যবসায়ী মফিজুর রহমান শিমুল কে হাতেনাতে আটক হন। পরবর্তীতে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক সজীব তালুকদার মোবাইল কোর্টের তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে পুশকৃত চিংড়ি মাছে ধ্বংস করার নির্দেশ দেন। অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিসার মোঃ মোকলেছুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের বিশেষ টিম।