স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপ কমিটির চেয়ারম্যান কাজী আরিফুর রহমান। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন কালে বলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মধ্যে থাকলে মন প্রফুল থাকে। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার বিকল্প নাই। আজকে যারা খেলায় অংশ নিয়েছে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক জাহিদ বিন আলম। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নেতা ও ক্রিকেট উপকমিটির সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ আব্দুল মান্নান, আক্তারুজ্জামান মুকুল, মোঃ লুৎফর রহমান, মোঃ রুহুল আমিন, শিমুন সামস্, বিসিবির প্রতিনিধি আব্দুলাহ আল মামুন। উদ্বোধনী খেলায় বাগেরহাট বনাম খুলনা জেলা অংশ নেয়। বাগের হাট জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান করে। জবাবে খুলনা জেলা দল ব্যাট করতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান করেন। দলের সিয়াম ২৬ নিয়ন ২৩ রান করে। খুলনা জেলা ৮ উইকেটে জয় লাভ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।