আশাশুনি প্রতিনিধি \ চিংড়ি উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে বাগদা চিংড়ির পাশাপাশি ভেনামি চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফিশারি প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এন্ড এক্সপোর্র্টস এসোসিয়েশনের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এন্ড এক্সপোর্র্টস এসোসিয়েশনের সহ-সভাপতি খলিলুর রহমান ঝড়ুর সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন এ্যাকুয়া কালাচার স্পার্ট এন্ড কনসালটেন্ট ড. দিপন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিলি ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এন্ড এক্সপোর্র্টস এসোসিয়েশনের সদস্য পলাশ ঘোষ প্রমূখ। কর্মশালায় স্থানীয় মৎস্য চাষিদের বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি ভেনামি চাষে উৎসাহিত করার জন্য ভেনামি চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।