বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আধুনিক পদ্ধতিতে দুইদিন ব্যাপী কাঁকড়া চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩০ জন পুরুষ এবং ৩০ জন মহিলা কাঁকড়া চাষীদের মাঝে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রকল্পের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র প্রকল্পের ইউ ডি এফ আসমাউল হুসনা প্রমূখ। প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসাবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। প্রশিক্ষণ প্রদান করেন মেরিন ফিসারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড এসিস্ট্যান্ট এম.মুজিবর রহমান।