বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন অভয়ারণ্য এলাকা থেকে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগের বিশেষ (স্মার্ট) টিম। ঘটনা সূত্রে জানাজায়, গত সোমবার ভোর ৬ টার দিকে পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বড় মানিকচরা ও কেউড়া বুনিয়া খালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা। আটককৃত জেলারা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আব্দুল মজিদ গাজীর পুত্র খলিল গাজী, ফজর আলী গাজীর পুত্র আনারুল ইসলাম, আবু কাওসার গাজীর পুত্র মাহমুদ আলী ও রমজান আলী, আজগর সরদারের পুত্র অলিউলাহ সরদার, শামসুর আলী গাজীর পুত্র আবু সাঈদ, মোঃ আব্দুর রহমানের পুত্র আনিসুর রহমান, আব্দুল কাগুজির পুত্র গোলাম কাগুজি ও কালিগঞ্জ উপজেলার ইসহাক আলী মোলার পুত্র মজিবর মোলা। আটককৃত জেলেদের কাছে থাকা তিনটি নৌকা ও বেশ কিছু ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ বন সহকারি কর্মকর্তা ইকবাল হুসাইন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৯ জেলেকে আটক করে বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা। পরবর্তীতে ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বনবিভাগের বন আইনে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে তাদেরকে মুক্তি দেওয়া হয়।