রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ কার্যক্রমের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন বোরো খেতে আশাশুনি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জালাল উদ্দীন। উদ্বোধন উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপন মলি­কের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজর প্রিন্সিপাল সঞ্জয় দাস, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও আঃ গনিসহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি পূর্ণ বাসন বাস্তাবায়ন কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এ এলাকার ৫০ একর বোরো ফসলি জমি এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অদুর ভবিষ্যতে কৃষি সেক্টরে স্মার্টনেসের আওতায় নিয়ে আসতে জমির পরিমাণ বাড়ানোর পাশাপাশি কৃষকদেরকে স্মার্ট কৃষক হিসেবে তৈরী করতে আরও প্রকল্প হাতে নিয়ে এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার চেষ্টা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com