সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ কার্যক্রমের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন বোরো খেতে আশাশুনি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জালাল উদ্দীন। উদ্বোধন উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপন মলি­কের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজর প্রিন্সিপাল সঞ্জয় দাস, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও আঃ গনিসহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি পূর্ণ বাসন বাস্তাবায়ন কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এ এলাকার ৫০ একর বোরো ফসলি জমি এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অদুর ভবিষ্যতে কৃষি সেক্টরে স্মার্টনেসের আওতায় নিয়ে আসতে জমির পরিমাণ বাড়ানোর পাশাপাশি কৃষকদেরকে স্মার্ট কৃষক হিসেবে তৈরী করতে আরও প্রকল্প হাতে নিয়ে এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার চেষ্টা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com