স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আল মাদ্রাসাতু কাফফুল কুরআন ওয়া আকমালুল বুরহানের (উন্নয়নকল্পে) ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বাদ আসর হতে শহরের রসুলপুর সরকারি কবর স্থান জামে মসজিদের উত্তর পাশে আলহাজ্ব আঃ গফফার মিঞার বাড়ি সংলগ্ন মাহফিলে প্রধান বক্তা হিসাবে কুরআন হাদীসের আলোকে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোঃ আবুল হায়াত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন আলহাজ্ব হযরত মাও: মো: আকরাম হুসাইন পেশ ইমাম খতিব, শ্যামনগর উপজেলা জামে মসজিদ, তৃতীয় বক্তা হাফেজ মাও: মো: ফারুক হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়। চতুর্থ বক্তা মাও: মো: মনোয়ার হুসাইন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, প্রধান অতিথি বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, বিশিষ্ট সমাজ সেবক মো: বেনজু আমীন। আলোচনা সভা ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন রসুলপুর সরকারি কবর স্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও: ক্বারী মুহিবউলাহ। বাসটার্মিনাল আমিনিয়া জামে মসজিদ ও মাদ্রাসা ইমাম ও খতিব হাফেজ মাও: মো: রেজাউল ইসলাম। স্টেজ পরিচালনা করবেন হাফেজ মাও: মো: তাজবীর আলম (পিকলু), হাফেজ মো: খালিদ হাসান। সহযোগিতায় হাফেজ মাও: মো: রেজাউল ইসলাম, মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মোঃ আঃ গফফার মিঞা। মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকী হাসিল করুন।