বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ৫৯ নং সনাতন বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে অত্র বিদ্যাপীঠের আয়োজনে নূরনগর বাজার সংলগ্ন বাবু হালদারের কুঠির আঙ্গিনায় অবস্থিত অত্র বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন কাবেরী মন্ডল। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বাবুলাল হালদার এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যাপীঠের সহ প্রধান সমন্বয়কারী মিনাল কান্তি, প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার, সমাজসেবক পরিমল মল্লিক, সিনিয়র শিক্ষক নেপাল প্রসাদ দাস, পল্লী বিদ্যুৎ এরিয়া ম্যানেজার ধীরাজ রায়, প্রভাষক রবীন্দ্রনাথ ঘোষ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ অধিকারী, বিদ্যাপীঠের সাধারণ সম্পাদক দেবদাস সাহা দেবু, বিদ্যাপীঠের শিক্ষক আশীষ মুখার্জি বাপি ঠাকুর, শুভঙ্কর তরফদার, প্রকাশ মন্ডল, ভবতোষ বৈরাগী, মন্টু মন্ডল, নিতাই ঘোষ, শম্ভু কর্মকার প্রমুখ।