বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ভোমরা বন্দর-১ \ ভোমরা বন্দরে পাসপোর্ট যাত্রীদের উপচেপড়া ভিড় : উৎসব মুখর পারাপার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

মাছুদুর জামান সুমন/মীর আবু বকর \ দেশের অন্যতম স্থল বন্দর ভোমরা বর্তমান সময়ে প্রাণ ফিরে পেয়েছে। অর্থনীতির সমৃদ্ধি, আমদানী রপ্তানীর মহাক্ষেত্র এই বন্দর দৃশ্যতঃ দেশের অর্থনীতির বুনিয়াদকে সুসংহত করে চলেছে। জমজমাট বন্দরটির আমদানী রপ্তানীর পাশাপাশি প্রতিদিনের বিশেষ চিত্র পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। এক সময়ে সীমিত সংখ্যক পাসপোর্ট যাত্রী দুই দেশের সীমান্ত অতিক্রম করলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে প্রতিদিনই শত শত যাত্রী বাংলাদেশ হতে ভারতে যাচ্ছে এবং ভারত হতে বাংলাদেশে আসছে। যাত্রীদের সেবা দিতে প্রানন্তকর চেষ্টা করে চলেছে সেবাদান কারী প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে ইমিগ্রেশন পুলিশের নিরবিচ্ছিন্ন সেবা পাসপোর্ট যাত্রীদের জন্য সার্বক্ষনিক। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট যাত্রীদের সেবা দিচ্ছেন। যাত্রীদের ব্যাপক উপস্থিতির কারনে হিমশিম খাচ্ছে পুলিশ সদস্যরা। ভোমরা ইমিগ্রেশন ওসি মোঃ মাজরিয়া হোসেন এই প্রতিনিধিদেরকে জানান আমরা আমাদের সাধ্যমত এবং আন্তরিকতার সাথে পাসপোর্টযাত্রীদের সেবা প্রদান করছি। সরেজমিনে অবস্থান করে দেখা গেছে এবং পাসপোর্ট যাত্রীদের সাথে আলাপ করে জানাগেছে কেবল সাতক্ষীরার জনসাধারন যে ভোমরা বন্দর দিয়ে ভারত গমন করছে তা নয়, রাজধানী ঢাকা সহ অপরাপর এলাকার লোকজন ভোমরা বন্দর দিয়ে ভারত গমন করছে। ভারত যাত্রীদের একটি উলে­খযোগ্য অংশ চিকিৎসা ভিসায় এবং শ্রমিক হিসেবে যাচ্ছে। বিশেষ করে ভারতের বিভিন্ন প্রদেশে মাস চুক্তিতে শ্রমিকরা যাচ্ছে। পাসপোর্টযাত্রী ভোমরা বন্দরে সা¤প্রতিক সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারন পদ্মা সেতু। পদ্মা সেতু চালু হওয়ার পর দৃশ্যতঃ ভারত গমনকারীরা ভোমরা মুখি হচ্ছে। যাত্রীরা কোন কোন সময় দালাল চক্র কর্তৃক বিভিন্ন ভাবে যে বিড়ম্বনার শিকার হয় না তা নয়, তবে ইমিগ্রেশন পুলিশের নজরদারি এবং দায়িত্ববোধ দালাল চক্র খুব বেশী সুবিধা করতে পারছে না। ইমিগ্রেশন পুলিশ পর্যন্ত আসার পূর্বে পাসপোর্ট যাত্রীরা কাস্টমস ক্লিয়ারেন্স গ্রহন করে। মাঝে মধ্যে যাত্রীদের ব্যাগ ব্যাগেজ তল­াশী পাসপোর্ট এন্টি নিয়ে বদানুবাদের ঘটনাও ঘটে। ভোমরা বন্দরে পাসপোর্ট যাত্রীদের যেমন ব্যাপক উপস্থিতি অনুরুপ ভাবে কোন ধরনের হয়রানী ব্যতিত নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘেœ যাতায়াত করছে যাত্রীরা। প্রতিদিনই বেড়েই চলেছে যাত্রী সংখ্যা, ভোমরা বন্দর বর্তমান সময়ে পাসপোর্ট যাত্রীদের উপচে পড়া ভিড় এবং পরিস্থিতি উৎসবমুখর ও প্রান চাঞ্চল্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com