বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউএসএআইডি (টঝঅওউ)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন এসিস্ট্যান্স কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সমন্বয় ঘাটতি চিহ্নিত ও দূরীকরণ এবং সরকার, ওয়ার্কিং গ্র“প ও বিভিন্ন ক্লাস্টার এর মধ্যে সহযোগিতা ও সংযোগ জোরদার করণ বিষয়ক উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত বিশ্বাস বাবুলাল সহ নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ’র কর্মকর্তাগণ।