রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

প্রতাপনগরে সীতের রাত উপেক্ষা করে বেড়িবাঁধের ভাঙ্গন রক্ষায় স্বেচ্ছাশ্রমে গভীর রাত পর্যন্ত কাজ করলেন এলাকাবাসী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগরে সীতের রাত উপেক্ষা করে বেড়িবাঁধের ভাঙ্গন রক্ষায় স্বেচ্ছাশ্রমে গভীর রাত পর্যন্ত কাজ করলেন এলাকাবাসী। গতকাল সন্ধ্যায় প্রতাপনগর খোলপেটুয়া নদীর হরিশ খালির স্লুইচ গেটের পশ্চিম অংশের বেড়িবাঁধের প্রায় ১৫০ ফুট জুড়ে ভয়াবহ ভাঙ্গনে নদী গর্ভে চলে যায়। মুহুর্তে বেড়িবাঁধ ভাঙ্গনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকশ স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গন রোধে বেড়িবাঁধের ভিতর বাঁধ স্লোবের গা ঘেঁষে নতুন করে বাঁধ দিয়ে ভাঙ্গন প্রতিরোধে প্রাণ পণ চেষ্টা চালিয়ে যায় গভীর রাতের জোয়ার পর্যন্ত। ভাঙ্গন রোধের কাজ চলাকালীন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী উপস্থিত থেকে সর্ব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রাতের জোয়ারের পানি প্রবেশ থেকে মহান আল­াহর রহমতে নদীর পানি প্রবেশের হাত থেকে রক্ষা পায়। উলে­খ্য উক্ত ভাঙ্গনটি প্রায় তিন মাস পূর্বে দেখা দেয়। তৎসময়ে আকর্ষিক বেড়িবাঁধ ভাঙ্গনের নিউজ সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত প্রসারিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকা সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যাপক ভাবে প্রচারিত হয়। অতঃপর তাৎক্ষণিকভাবে সরকারি অর্থে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে জিও ব্যাগে বালু ভারাট করে ভাঙ্গন রোধে বস্তা ডাম্পিকের কাজ শুরু হয় এবং গতকাল ভাঙ্গনের ভয়াবহতা পূর্বে ৩০ টি বালু ভর্তি জিও বস্তা ফেলানো সম্ভ হয়। বস্তা ডাম্পিং বিলম্বের কারনে ভাঙ্গনটি বড়ো আকার ধারণ করেছে বলে স্থানানীয় একাধিক সচেতন এলাকাবাসীর অভিযোগ করেছেন। এহেন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভাঙ্গন রোধে আজ কার্যকর ভাবে কাজ করা না হলে আবারও খোলপেটুয়া নদীর জলে প্লাবিত হতে পারে প্রতাপনগর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com